ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) এলাকার এমপি আলহাজ্ব আলী আজম মুকুলকে হত্যার হুমকি দেয়ায় প্রতিবাদে দৌলতখান উত্তাল। বিক্ষোভ সমাবেশ হয়েছে দৌলতখান শহরে। প্রতিবাদে রাস্তায় নেমে আসে মহিলারা। ঝাড়ু মিছিল করেছে দফায় দফায়। সামাজিক যোগাযোগ মাধ্যম এহুমকি দেয়া হয়। দৌলতখান শহর পরিণত হয়েছে প্রতিবাদ ও মিছিলের শহরে। বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন সর্দার সামাজিক যোগাযোগ মাধ্যম এহুমকি দেয়। বৃহস্পতিবার এমপিকে হত্যার প্রতিবাদে ভোলার দৌলতখানে নাগরিক ফোরামের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিকাল সাড়ে ৫ টায় দৌলতখান পৌরশহরে নাগরিক ফোরামের উদ্যাগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে শহীদ মিনার চত্বরে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, নাগরিক ফোরামের আহ্বায়ক শ ম ফারুক, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ জাবির হাছনায়ীন জাকির, হাজীপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোহসেন, দৌলতখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শরীফ, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি এম এ তাহের। সমাবেশে বক্তারা, হুমকিদাতা পক্ষিয়া ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন সর্দারকে গ্রেপ্তার করে বিচার বিভাগীয় তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।