ঈদ

লায়ন মোঃ গনি মিয়া বাবুল : | প্রকাশ: ২ জুলাই, ২০২৩, ০৫:৫৪ এএম

 
ঈদ এসেছে বছর ঘুরে
ত্যাগের উৎসব ঘরে ঘরে,
মনের পশুকে আগে করো জবাই
প্রতীকি পশু জবাইয়ে আপত্তি নাই,
মিলে মিশে গোশত খাও সবাই
ধনী গরীব আজ ভাই ভাই।
 
এসেছে জিলহজ্বের চাঁদ সোনা
অতি আপন অমলিন চিরচেনা,
হিংসা বিদ্বেষ ভুলে জনে জনে
মানবতার কল্যাণে এসো দলে দলে।
 
ভোগ-বিলাসের আকর্ষণ বর্জন
পশু কোরবানী আল্লাহর সন্তুষ্টি অর্জন।
 


পরিচিতি: লায়ন মোঃ গনি মিয়া বাবুল
চেয়ারম্যান, কবি সংসদ বাংলাদেশ স্থায়ী পরিষদ
সভাপতি, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ, কেন্দ্রীয় কমিটি

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW