গফরগাঁওয়ে ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : : | প্রকাশ: ২৬ জুলাই, ২০২৩, ০৪:১৬ পিএম

ময়মনসিংহের গফরগাঁওয়ে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের উপজেলা পর্যায়ে কিশোর-কিশোরী ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার দিনব্যাপী গফরগাঁও উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর যৌথ আয়োজনে দিনব্যাপী এ অনুষ্ঠান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষিকা ফাতেমা আক্তার এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন গফরগাঁও উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল এবং বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম ভূঁইয়া, প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল মালেক, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোফাজ্জল হোসেন ও সালটিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৫ টি ইভেন্টে ৭৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW