গফরগাঁওয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : : | প্রকাশ: ৩১ জুলাই, ২০২৩, ০৭:০১ এএম

ময়মনসিংহের গফরগাঁওয়ে সোমবার (৩১ জুলাই) বিকেলে ইসলামিয়া সরকারি উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপে আওলাজুড় সরকারি প্রাথমিক বিদ্যালয়কে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে চরমছলন্দ কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গমাতা গোল্ডকাপে দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়কে টাইব্রেকারে ৩-১ গোলে হারিয়ে বখুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গফরগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন বাদল। সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াছিন খন্দকার। উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ সবুজ মিয়া সঞ্চালনায় ক্রীড়ানুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুল মালেক।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW