মুন্সীগঞ্জের গজারিয়ায় হোসেন্দী ইউনিয়নের জামালদী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের ধরে এক নারীকে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় কারাগারে আটক প্রতিবেশী এক যুবক জামিনে বের হয়ে রীতিমতো মানববন্ধন করে বাদীকে হুমকি প্রদর্শন ও আদালত অবমাননা হয় এমন বক্তব্য প্রদান করেছেন। বিষয়টি ব্যাপক চাঞ্চলের সৃষ্টি করেছে এলাকায়, জীবনে নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ দিয়েছে ভুক্তভোগী ওই নারী।
ভুক্তভোগী খোরশেদা বেগম জানান, জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে প্রতিবেশী মৃত রুহুল আমিনের ছেলে টিপুদের পরিবারের সাথে তাদের বিরোধ চলছিল। বিষয়টির সমাধানে স্থানীয়ভাবে বেশ কয়েক বার সালিশ বৈঠক আয়োজন করা হলেও সমাধান করা যায়নি। এর মধ্যে ২৩ জুলাই টিপু ওর তার সহযোগীরা তাকে মারধর এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করলে পুলিশ টিপুকে আটক করে জেল হাজতে পাঠায়। ৯দিন কারাগারে থাকার গত বৃহস্পতিবার জামিনে মুক্তি পায় টিপু। জামিনে মুক্ত হয়ে সে তাদের নানাভাবে ভয়-ভীতি দেখাতে থাকে। এদিকে আজ (৬ আগস্ট) রীতিমতো লোকজন ভাড়া করে মানববন্ধন করে বাংলাদেশের বিচার বিভাগ নিয়ে চরম অবমাননাকর বক্তব্য এবং তাকে হত্যার উদ্দেশ্য হুমকি প্রদান করে সে। জীবনের নিরাপত্তা চেয়ে তিনি গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী জানান, খোরশেদা বেগম রোববার সন্ধ্যায় থানায় এসে বিষয়টি আমাকে জানায়। আমি তাকে লিখিত অভিযোগ দায়ের করতে পরামর্শ দেই। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
এদিকে মুন্সীগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবী অ্যাডভোকেট হাফিজ উদ্দিনের কাছে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, জামিনে মুক্ত হয়ে কোন আসামি কখনোই দেশের প্রচলিত কোন আইন এবং বিচারক নিয়ে প্রশ্ন তুলতে পারেন না অথবা এরকম প্রকাশ্য দিবালোকে লোকজন নিয়ে মামলার বাদীকে হুমকি দিতে পারেনা। এটি সুস্পষ্ট আইনের লঙ্ঘন আমরা বিষয়টি আদালতের নজরে এনে তার জামিন বাতিল করে দেওয়ার আবেদন করবো।