রাণীশংকৈলে একই রাতে ৭ দোকানে চুরি

এফএনএস (রাণীশংকৈল, ঠাকুরগাঁও) :  : | প্রকাশ: ৩ সেপ্টেম্বর, ২০২৩, ০৬:১৫ এএম

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের মাদ্রাসা মোড় ও ব্রীজ সংলগ্ন  ৭টি দোকানে রোববার (৩সেপ্টেম্বর) গভীর রাতে  চুরি হয়েছে। দোকান মালিকদের তথ্য মতে জানাজায়, গভীর রাতে ঘরের টিনের ছাউনি কেটে চোরেরা ৭টি দোকানে বিভিন্ন মালামাল সহ প্রায় ৫লক্ষাধিক টাকা চুরি করে। দোকান মালিকরা হলেন শাহিন,মুক্তারল,খিরমোহন,পবিত্র, জাহিদ, টিএন্ডটি সংলগ্ন মোজাম্মেলের কীটনাশকের, আনোয়ারের পাশ্বের দোকান। খবর পেয়ে থানার এস,আই শফিউল সিসিটিভির ফুটেজসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করেছেন। এ প্রসঙ্গে থানা পুলিশ পরিদর্শক মহশিন আলী (তদন্ত) বলেন, চুরির ঘটনায় পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। আমরা খোঁজ খবর নিচ্ছি, যেহেতু সিসিটিভির ফুটেজে চোরকে চেনা যাচ্ছে  অল্প সময়ের মধ্যে চোর সনাক্ত করা সম্ভব হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW