হরিপুরে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

এফএনএস (কবিরুল ইসলাম কবির; হরিপুর, ঠাকুরগাঁও) : : | প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:৩৩ এএম

কেন্দ্রীয় বিএনপি ঘোষিত এক দফা আন্দোলন সফল করার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে যাদুরানী উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জামাল উদ্দীনের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান। গেস্ট অফ অনার হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য মির্জা ফয়সাল আমিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য জেড মর্তুজা চৌধুরী তুলা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড.মোঃ আবদুল হালিম।

অন‍্যান‍্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা পারভীন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুরুজ্জামান নুরু, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ কায়েসসহ স্থানীয় নেতৃবৃন্দ।বর্ধিত সভাটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW