শরীয়তপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া 

এফএনএস (মোঃ আল আমিন শাওন; শরীয়তপুর) :  : | প্রকাশ: ২২ সেপ্টেম্বর, ২০২৩, ০৫:৩৬ এএম

শরীয়তপুরে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর ২০২৩) বিকেলে শরীয়তপুর জেলা বিএনপি’র উদ্যোগে শহরের ধানুকা এলাকায় একটি মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শরীয়তপুর জেলা বিএনপি’র সহ- সভাপতি আলহাজ্ব সিরাজুল হক মোল্লা'র সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপি’র সহ-সভাপতি শাহ মোঃ আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি হাজী বিএম হারুন অর রশিদ, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ আফজাল হোসেন, পৌরসভার সাধারণ সম্পাদক সামসুল হক ঢালী। এতে অংশগ্রহণ করেন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন মুন্সী, জেলা যুবদল নেতা এ্যাড. মৃধা নজরুল কবির, জাহাঙ্গীর আলম রাহুল, সদর উপজেলার সাবেক সভাপতি আকতার হোসেন মাঝী, যুগ্ম সাধারণ আজাদ মাল, জেলা শ্রমিক দল নেতা চান মিয়া সরদার, ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম খায়ের, জাসাসের সাবেক সিনিয়র সহ-সভাপতি খোকন মোল্লা, বর্তমান সাধারণ সম্পাদক মনজুর হাসান, ৪০ লিটার ধুধ দিয়ে গোসল করে সদ্য বিএনপিতে যোগদানকারী হাসেম সরদার, জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী পান্থ তালুকদার, পারভেজ খান, ইমাম মোল্যা, যুবদল নেতা রুবেল মোল্লা, জয়নাল হাওলাদার, হাকিম ঢালী সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW