কালীগঞ্জ ঝিনাইদহ-৪ আসনের মনোয়ন নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না, আর যারা বলছে মনোনয়ন নিশ্চিত, তারা মিথ্যাচার করছে। জননেত্রী আমাকেই নির্বাচিত করবেন এমন মন্তব্য করেছেন কেন্দ্রীয় বাস্তহারালীগের সভাপতি ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব তোফাজ্জেল হোসেন বাবু। শুক্রবার সকালে কালীগঞ্জ উপজেলা বাস্তহারালীগের সভাপতি মাজেদুল ইসলামের সভাপতিত্বে কলাহাটা মোড় ডাকবাংলা রেষ্ট হাউজে এ বক্তব্য রাখেন। মতবিনিময় সভাতে বক্তরা বলেন,জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। দেশ ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে যে কারণে আগামীতে নৌকা প্রতিকে ভোট দিয়ে এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে। বক্তারা আরো বলেন,তোফাজ্জেল হোসেন বাবু একজন সৎ ও ভাল মানুষ। বঙ্গবন্ধুর কন্যা তাকে নৌকা প্রতিক দিলে বিপুল ভোটে জয়লাভ করবে। আ.লীগ ঐক্যবোদ্ধ হয়ে কাজ করতে পারবে। নৌকার মনোনয়ন পেলে কেন্দ্রীয় এই নেতা জয়ের ব্যপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন। এ সময়ে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা-কর্মী সাংবাদিকরা উপস্থিত ছিলেন।