রাণীশংকৈল টংকনাথ জমিদার বাড়ী পরিদর্শন ও নকশা প্রস্তুতকরণ 

এফএনএস (রাণীশংকৈল, ঠাকুরগাঁও) :  : | প্রকাশ: ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ০৬:৩৬ এএম

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের টংকনাথ জমিদার বাড়ী নিয়ে হাইকোর্ট বিভাগে দায়ের কৃত রীট পিটিশন শুনানির প্রেক্ষাপটে সোমবার (২৫ সেপ্টেম্বর) প্রকৌশলী মুরাদ হোসেন, সহকারী তত্ত্বাবধায়ক কর্মকর্তা শিহাব হোসাইন উপজেলার টংকনাথ জমিদার বাড়ীর ভবনগুলোর মাপযোগ ও নকশা প্রস্তুত করেন। কর্মকর্তাদের কার্যক্রমের সাথে জমিদার বাড়ী সংরক্ষণ কমিটির পক্ষে থেকে উপস্থিত ছিলেন হোসেন আলী, আব্দুল্লাহ আল নোমান, নাজমুল হোসেন ও বিজয় রায় প্রমুখ। প্রকৌশলী মুরাদ হোসেন জানান, আমরা আশাবাদী খুব শীগ্রই জমিদার বাড়ী তার আদিরূপ ফিরে পাবে এবং দর্শনীয় স্থান হিসেবে চালু হবে। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW