ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আমেনা বেওয়ার দাফন সম্পন্ন হয়েছে। ২অক্টোবর সোমবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অর্নার প্রদান করা হয়। এ সময় রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার রহমান, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল, মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান আমেনা বেওয়াকে রাষ্ট্রীয় সালাম প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ অধ্যাপক ইয়াসিন আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম, প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী,সাবেক মেয়র আলমগীর সরকারসহ অসংখ্য গুন গ্রাহী মুসল্লি।