কুমিল্লার নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বৃহস্পতিবার রাতে ঢালুয়া উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। সভায় ঢালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ সাঈদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগ সভাপতি অধ্যক্ষ আবু ইউসুফ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢালুয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান ভূঁইয়া বাছির। নবগঠিত ঢালুয়া ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক আবু, সহ-সভাপতি আবুল খায়ের আবু, মফিজুর রহমান হক, অধ্যক্ষ নুরুল্লাহ মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল আলম পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক ও মৌকারা ইউনিয়ন চেয়ারম্যান এম সাইফ উদ্দীন আলমগীর, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবুল হাশেম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জোড্ডা পূর্ব ইউনিয়ন চেয়ারম্যান নুরুল আফছার, জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক হেসাখাল ইউনিয়ন চেয়ারম্যান ইকবাল বাহার মজুমদার, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক আহসান উল্লাহ মেম্বার, উপজেলা যুবলীগ নেতা কাউন্সিলর জহির উল্লাহ মজুমদার সুমন, যুবলীগ নেতা হাসান খোরশেদ ফরহাদ, উপজেলা শ্রমিকলীগ সভাপতি আলী নোয়াব, সাধারণ সম্পাদক নূর ইসলাম, ইউনিয়ন আ.লীগ সদস্য ও সাবেক মেম্বার গাজী শাহাদাত হোসেন, কৃষকলীগ যুগ্ম সাধারণ সম্পাদক শিপন চৌধুরী, ছাত্রলীগ নেতা ওবায়দুল হক প্রমূখ। অনুষ্ঠান শেষে দেশের বিভিন্ন স্থান থেকে আসা শিল্পীগণ গান পরিবেশন করেন।