ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে হোমনায় বিক্ষোভ

এফএনএস (মোর্শেদুল ইসলাম শাজু; হোমনা, কুমিল্লা) :  : | প্রকাশ: ২২ অক্টোবর, ২০২৩, ০৪:৩০ পিএম

ইসরায়েলের আগ্রাসন ও সন্ত্রাসী বোমা হামলায় নিরপরাধ ফিলিস্তিনি মুসলমানদের হত্যার প্রতিবাদে কুমিল্লার হোমনায় বিক্ষোভ সমাবেশ করেছে কয়েক হাজার মুসল্লী ও সাধারণ মানুষ। রোববার বেলা এগারোটায় উপজেলা ওলামা ও আইম্মা পরিষদের উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বাসস্ট্যান্ড সংলগ্ন বালুর মাঠে কয়েক হাজার মুসল্লী ও সাধারণ জনতা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করে। বিক্ষোভকারী জনতা ইসরায়েল ও ইসরায়েলি সকল পণ্য বর্জনের শ্লোগান দিতে দিতে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই জায়গায় গিয়ে অনুষ্ঠিত সমাবেশে যোগ দেয়। উপজেলা ওলামা মাশায়েখ ও আইম্মা পরিষদের সভাপতি মুফতি মাওলানা নূরুজ্জামানের সবাপতিত্বে সমাবেশে সমস্বরে সবাই ইসরায়েল বিরোধী শ্লোগান ও প্রচলিত সব ধরণের ইসরায়েলি পণ্য বর্জনের ঘোষণা দেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন বাংলাদেশ হোমনা উপজেলা শাখার সভাপতি মাওলানা তাজুল ইসলাম, ইমাম সমিতির সভাপতি মাওলানা মো. ইব্রাহিম, মাওলানা বাহাউদ্দিন, মাওলানা মো. মোত্তালিব, মাওলানা মো. সিদ্দিকুর রহমান প্রমুখ। 

 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW