স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, সংবিধান অনুযায়ী দেশ পরিচালনা হচ্ছে। সংবিধানের ধারাবাহিকতা অনুযায়ীই দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন সরকার যথা সময়ে গঠিত হবে। সরকার পতন, তত্ত্বাবধায়ক সরকার-এসব বিএনপির বক্তব্য। এটি জাতীয় কোনো বক্তব্য নয়। এগুলো জনগণেরও বক্তব্য নয়।
বিএনপির আন্দোলন সম্পর্কে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনা এখন আর আমাদের সংবিধানে নেই অতএব এ বিষয়ে নতুন চিন্তা করা সরকারের প্রয়োজন নেই। দেশের মানুষ বিএনপি আমলের দুর্নীতি ও অরাজকতার কথা ভুলে যায়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন আজ সারা বিশ্বে স্বীকৃত। মানুষের সক্ষমতা বেড়েছে যদিও করোনা এবং নানা ধরনের যুদ্ধের কারণে আমাদের অর্থনৈতিক অগ্রগতি বিঘিœত হয়েছে তারপরও সব সংকট কাটিয়ে আজ আমরা সারা বিশ্বের বুকে সম্মানের আসনে অধিষ্ঠিত।
বুধবার দুপুরে লক্ষ্মীপুরের রামগতি উপজেলা পরিষদের নব নির্মিত ভবন উদ্বোধন শেষে পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এবং পৃথকভাবে সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াহেদ মুরাদের সভাপতিত্বে সুধী সমাবেশে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, স্থানীয় সংসদ সদস্য ও বিকল্প ধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, রামগতি পৌর মেয়র এম মেজবাহ উদ্দিন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ সমাবেশ সঞ্চালনা করেন।
এর আগে উপজেলা প্রশাসনের আয়োজিত উপজেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয়ে উন্নয়ন সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান। এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী, রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান শারাফ উদ্দিন আজাদ, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাহিদ হোসেন।