ঝালকাঠি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ হাদিসুর রহমান মিলনসহ ৪ জনকে কুপিয়ে জখম করার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় সদর থানায় আহত সৈয়দ হাদিসুর রহমান মিলনের স্ত্রী মারিয়া আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেন। এ মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর ফরাজী ও ২নং ওয়ার্ড আ.লীগের সাধারন সম্পাদক মনির হোসেন। এরা দুজনই ঝালকাঠি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর হাফিজ আল মাহমুদের অনুসারী হিসেবে পরিচিত। বিকেলে শহরের চাদকাঠি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গত বৃহস্পতিবার সকাল ৯টায় শহরের পোষ্ট অফিস সড়কে ঝালকাঠি শহরে অবোরোধ বিরোধী মহরা চলাকালীন যুবলীগের দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পরে। এ সময় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ মিলনসহ চারজন গুরুতর আহত হয়। এর মধ্যে মিলনসহ তিনজনকে বরিশাল শেবাচিমে এবং অপর এক য্বুলীগ কর্মীকে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতরা হলো জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ মিলন, ঝালকাঠি সরকারী কলেজ লীগের সাবেক সভাপতি তরিকুল ইসলাম অপু, যুবলীগ কর্মী হারুন হাওলাদার ও মো. সাগর। এ ঘটনায় শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মুহুর্তেই আতঙ্ক ছড়িয়ে পরে। তবে এ ঘটনার হামলার ঘটনায় জড়িতরা গাডাকা দিয়েছে।
ঝালকাঠি পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, আহত সৈয়দ হাদিসুর রহমান মিলনের স্ত্রী মারিয়া আক্তার বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। এ মামলায় জাহাঙ্গীর ফরাজী ও মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।