সোনারগাঁয়ে আন্তর্জাতিক পুরুষ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার সকালে সেচ্ছাসেবী সংগঠন ‘এইড ফর মেন ফাউন্ডেশন’ সোনারগাঁ শাখার উদ্যোগে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়। রালীটি সোনারগাঁ উপজেলার গ্রান্ডট্রাঙ্ক সড়কের শহীদ মজনু পার্ক থেকে শুরু হয়ে সোনারগাঁও প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। পরে উপজেলার বটতলা বাজারে সংগঠনের নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এইড ফর মেন ফাউন্ডেশন’ সোনারগাঁ শাখার সভাপতি সাংবাদিক মো: শাহজালাল মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ডাঃ মহিউদ্দিন খোকন, আইন সম্পাদক অ্যাডভোকেট সফরউদ্দিন সবুরসহ প্রমুখ। এ সময় সংগঠনের অন্যান্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।