মুন্সীগঞ্জের গজারিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস রাস্তার পাশের খাদে পড়ে গেছে। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি এলাকায় আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকের এই দুর্ঘটনা নিহত হয়েছে একজন। একই দুর্ঘটনায় আহত হয়েছে আরও ২০ জন। তাদের গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহত ব্যক্তির নাম আবদুর রব (৬৫)। পুলিশ জানিয়েছে, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই পথচারীকে ধাক্কা দিয়ে খাদে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনা কবলিত বাসটি কুমিল্লা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি গজারিয়ার বালুয়াকান্দি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ওই পথচারীকে ধাক্কা দেয় ও রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ওই পথচারীর মৃত্যু হয়।
এ বিষয়ে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন, ‘ঘটনার পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় দ্রুত উদ্ধার কাজ শুরু করা হয়। আহতদের উদ্ধার করে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।’