শৈলকুপায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত, আহত ২

এফএনএস (মফিজুল ইসলাম; শৈলকুপা, ঝিনাইদহ) :  : | প্রকাশ: ২০ নভেম্বর, ২০২৩, ০১:৪০ পিএম

ঝিনাইদহের শৈলকুপায় বালি বোঝায় ট্রাকের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, যশোরের আবেদিন ইকুপমেন্ট ট্রিটমেন্ট কোম্পানীর ৩ জন কর্মচারী মোটর সাইকেল যোগে গাড়াগঞ্জের দিকে যাচ্ছিলো। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এসম তারারাস্তায় ছিটকে পড়ে ৩ জন গুরুতর আহত হয়। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মেহেদি নামের ওই মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়। আহত ২ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সবাই যশোরের আবেদিন ইকুপমেন্ট ট্রিটমেন্ট কোম্পানীর কর্মচারী। এ ব্যাপারে ঝিনাইদহ হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান বালু বোঝায় ট্রাকের ধাক্কায় ইকুইপমেন্ট ট্রিটমেন্ট কোম্পানির কর্মচারী মেহেদী নামের একজন মারা গেছে ওআরো ২জন আহত হয়েছে। তবে নিহতের পরিবারের সদস্যরা আসলে সবার পরিচয় জানা যাবে। ঘাতক ট্রাক টি আটক করা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW