মুক্তিযোদ্ধার নির্মাণধীন কাজ গুড়িয়ে দিলো সন্ত্রাসীরা 

এফএনএস (নিজস্ব প্রতিবেদক) :  : | প্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৩, ০৫:০২ পিএম

২ লক্ষ টাকা চাঁদা না পেয়ে লক্ষ্মীপুরের রায়পুরে মুক্তিযোদ্ধা রুহুল আমিন খলিফার বসত ঘরের নির্মাণধীন কাজ ঘুড়িয়ে দিয়েছেন সন্ত্রাসীরা। রোববার এ ঘটনায় স্থানীয় মনির খা, আক্তার খা, খোকন ও জনু খাসহ ৭ জনকে অভিযুক্ত করে রায়পুর থানায় এজহার দিয়েছেন মুক্তিযোদ্ধার পুত্র রাশেদ খলিফা। তিনি জানান, এর আগে শনিবার বিকালে ২ লক্ষ টাকা দাবী করে হামলা ও ভাংচুরের ঘটনা করে এজহার নামীয় সন্ত্রাসীরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। এতে নির্মাণ শ্রমিক মিলনসহ ৫ জন আহতসহ তিন লক্ষ টাকার ক্ষতি হয় তাদের। পুলিশ ও মামলার এজহার সূত্রে জানাগেছে, লক্ষ্মীপুরের রায়পুর উত্তর চরবংশী গ্রামের খাসের হাট বাজারে (খলিফা বাড়িরর উত্তর পাশে) ১৯৭৪ সালে আসমত খা, মোস্তফা খা ও লোকমান খাসহ তিনজনের নিকট থেকে দেড় লাখ টাকা দিয়ে ১৪০ শতাংশ জমি ক্রয় করেন। সেই জমিতে বীর মু্িক্তযোদ্ধার বাড়ি নির্মাণ কাজ করার জন্য উদ্যোগ নেন। এ সময় শ্রমিকরা জমিতে নির্মাণ কাজ করতে গেলে স্থানীয় মনির খা, আক্তার খা, খোকন ও জনু খাসহ কাজ বন্ধ করে দিয়ে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করেন ওই দম্পতির নিকট। দাবিকৃত চাঁদার ২ লক্ষ টাকা না দেওয়া হলে নির্মাণ কাজ করতে দেওয়া হবে বলেও জানান তারা। এ সময় সন্ত্রাসীরা নির্মাণ শ্রমিকসহ ৫ জনকে মারধরে করে থাকা টাকা পয়সাসহ তিন নির্মাণ সামগ্রী লুটপাট করে নিয়ে যায় বলেও অভিযোগ করেন মুক্তিযোদ্ধা রুহুল আমিন খলিফা। এ ঘটনায় স্থানীয় মনির খা, আক্তার খা, খোকন ও জনু খাসহ ৭ জনকে আসামি করে রায়পুর থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করা হয়। ঘটনার সময় খবর পেয়ে রায়পুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে এ ঘটনায় চাঁদা ও ভাংচুরের ঘটনা অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় মনির খা, আক্তার খা, খোকন ও জনু খা। রায়পুর থানার ওসি মো: ইয়াছিন ফারুক বলেন, বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW