লালপুর পাবলিক লাইব্রেরীর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : : | প্রকাশ: ২৮ নভেম্বর, ২০২৩, ০৪:৪৮ পিএম

আলোকিত মন, আলোকিত মানুষ, আলোকিত সমাজ, এই শ্লোগান নিয়ে লালপুর পাবলিক লাইব্রেরীর ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, দোয়া ও কেক কাটা হয়।

সোমবার (২৭ নভেম্বর-২০২৩) সন্ধ্যা রাতে লালপুর পাবলিক লাইব্রেরীর মিলনায়তনে লাইব্রেরির সভাপতি লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক খাজা শামীম মোঃ ইলিয়াস হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌফিক সরোয়ার চপলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাকীর্তি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও গ্রীণ ভ্যালী পার্কের ব্যবস্থাপনা পরিচালক নূরীয়া পারভিন। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাবলিক লাইব্রেরির উপদেষ্টা ও প্রাকীর্তি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান হাসিবুল ইসলাম, লাইব্রেরির উপদেষ্টা ও নর্থ বেঙ্গল সুগার মিলের সাবেক প্রেসিডেন্ট খায়রুল বাসার ভাদু, অধ্যক্ষ সাইফুল ইসলাম,  অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ওয়ারেস মোঃ ইকবাল, সহকারী প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া, প্রধান শিক্ষক তপন কুমার রায়, অধ্যক্ষ ফিরোজ হোসেন, লাইব্রেরির সাবেক সভাপতি আবদুল ওয়াদুদ।
     ‌
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাকীর্তি ফাউন্ডেশনের পরিচালক বৃন্দ, ব্যাংক কর্মকর্তা, লাইব্রেরির কার্যকারী কমিটির সদস্য, উপদেষ্টা মন্ডলীর সদস্য, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, লাইব্রেরীর নিয়মিত পাঠক, দাতা সদস্য, সাধারন ও আজীবন সদস্যগণ, ব্যবসায়ী, সাংবাদিক ও শিক্ষার্থী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW