দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চলনবিল অধ্যুসিত নাটোর-৩ সিংড়া আসনে বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আ.লীগ মনোনিত প্রার্থী আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপিসহ মোট ১১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। আ.লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছে নাটোর জেলা আ.লীগের সদস্য ও সদ্য পদত্যাগকারী সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, জেলা আ.লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও শেরকোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম এবং সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন। রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
এছাড়াও মনোনয়নপত্র দাখিল করেছেন সিংড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি প্রকৌশলী আনিসুর রহমান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সিংড়া উপজেলা কমিটির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান, বাংলাদেশ সুপ্রিম পার্টি নাটোর জেলার অর্থ সম্পাদক রুস্তম আলী, জাকের পার্টি নাটোর জেলার মহিলা সভানেত্রী রাকিবা হক, বাংলাদেশ তরিকত ফেডারেশনের সদস্য আলতাফ হোসেন, বিকল্পধারা বাংলাদেশ সিংড়া উপজেলা আহ্বায়ক আনোয়ার হোসেন এবং তৃনমুল বিএনপির মনোনয়ন জমা দিয়েছেন সাবেক বিএনপি কর্মী আবুল কালাম আজাদ।