সরিষাবাড়ীতে নৌকার প্রার্থীসহ ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

এফএনএস (এ.এস.এম জুলফিকার রহমান; সরিষাবাড়ী, জামালপুর) : : | প্রকাশ: ৩০ নভেম্বর, ২০২৩, ০৬:১১ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর -৪ (সরিষাবাড়ী) আসনে নৌকা প্রতিকের প্রার্থীসহ ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকাল চারটা পর্যন্ত  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কার্যালয়ে ৮ জন ও জেলা রিটানিং কর্মকর্তার কার্যালয়ে ১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নির্ধারিত দিনে অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকে মনোনয়নপত্র দাখিল করতে শুরু করেন প্রার্থীরা। বিকেল ৪টায় মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হয়। সারাদিনে ৯জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাারা হলেন- আওয়ামী লীগের প্রার্থী মো. মাহবুবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাংসদ মুরাদ হাসান এমপি,  তেজগাঁও আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবদুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, জাতীয় পার্টির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, তৃনমুল বিএনপির প্রার্থী সাইফুল ইসলাম, জাকের পার্টির রবিউল ইসলাম, জাসদের গোলাম মোস্তফা জিন্নাহ, বিএনএফের তারেক মাহাদী।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা শারমিন আক্তার বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর -৪ সরিষাবাড়ী আসনে ১০ জন প্রার্থী মনোনয়ন ফরম ক্রয় করেছিলেন। এদের মধ্যে বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত ৯ প্রার্থী তাদের মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW