যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর অধিনায়ক ও সাংবাদিক শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিন উপলক্ষে জেলার আগৈলঝাড়া উপজেলায় ব্যাপক কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার বেলা এগারোটার দিকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধণ করা হয়। শেষে দলীয় কার্যালয়ে সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন, আলোচনা সভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে। আগৈলঝাড়া উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন প্রমুখ।