গফরগাঁওয়ে বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : : | প্রকাশ: ৪ ডিসেম্বর, ২০২৩, ০২:৩২ এএম

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে আগামী ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১ টায় গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভা কক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা জান্নাত, গফরগাঁও থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ, পাগলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয় ই মুন্না, গফরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হক বিপ্লব, বীর মুক্তিযোদ্ধা মফিজ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন মনির ও পাঁচবাগ ইউপি চেয়ারম্যান মাহবুবুল আলম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সরকারি- বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিকবৃন্দ। সভায় সভাপতির বক্তব্যে গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান আগামী ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসটি যথাযথভাবে পালন ও অনুষ্ঠান সাফল্যমন্ডিত করার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW