জামালপুরের সরিষাবাড়ীতে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ৪৯তম উপশাখা উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে আরামনগর বাজারস্থ সাত্তার টাওয়ারে ব্যাংকটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন। বক্তব্য রাখেন ন্যাশনাল ব্যাংকের সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও জামালপুর শাখা ব্যবস্থাপক কবীর চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুল কবীর তালুকদার হুমায়ুন, জেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, শিমলা বাজার বণিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা জিন্নাহ্ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ব্যাংকের সরিষাবাড়ী শাখা ইনচার্জ সেলিম খন্দকার।