সৈয়দপুরে নৌকা প্রার্থীর ডাকে কর্মী সভা

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : : | প্রকাশ: ৫ ডিসেম্বর, ২০২৩, ০৯:০৪ পিএম

নীলফামারীর সৈয়দপুরে নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল এর ডাকে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। ৫ ডিসেম্বর মঙ্গলবার রাতে সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত কর্মী সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন। এতে বক্তব্য বলেন,সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার এ কে এম রাশেদুজ্জামান রাশেদ,আওয়ামী লীগের অন্যতম নেতা অধ্যাপক সাখাওয়াত হোসেন খোকন, পৌর মেয়র রাফিকা আকতার জাহান বেবী, কিশোরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম বারী পাইলট, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সৈয়দপুর উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস সবুর আলম,নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহসিন মন্ডল মিঠু,জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি শাহনেওয়াজ হোসেন শানু,জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মমতাজ আলি,সৈয়দপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সোহাগ,স্বেচ্ছাসেবক লীগ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি আজম আলি সরকার,জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আ স.ম আব্দুর রশিদ,কামারপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিকো আহমেদ,উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন প্রামানিক, উপজেলা আওয়ামীলীগের ত্রান বিষয়ক সহ সম্পাদক মোতালেব হোসেন,পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন, হিটলার চৌধুরী ভলুসহ অনেকে। সভায় নৌকার মাঝি বীরমুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল বলেন, আমি জীবন বাজী রেখে মহান স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহণ করি। সেদিনের স্মৃতি  কথা মনে হলে আজও দুচোখে পানি ঝরে। পাক হানাদার বাহিনীর নিষ্ঠুর নির্মম নির্যাতন ও হত্যাযজ্ঞ আজও মনে দাগ কাটে। দেশের মহানায়ক অকুতোভয় বীর বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি সেদিন স্বাধীনতার ডাক না দিতেন তাহলে হয়তো আজও আমরা পরাধীনতার শিকলে আটকা থাকতাম। তিনি বলেন দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা আমার হাতে নৌকা তুলে দিয়েছেন। ওই নৌকা আজ আমি আপনাদের হাতে দিলাম। আপনারা যারা বঙ্গবন্ধুর সৈনিক তারা সবাই মিলেমিশে কাজ করে নৌকার বিজয় আনবো। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW