শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সাবেক এমএলএ আব্দুল হাকিম সরকারের ছেলে জেলা আওয়াামীলীগ নেতা ও নালিতাবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সরকার গোলাম ফারুক আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেন।
সরকার গোলাম ফারুক বর্তমান নালিতাবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান এএইচএম মোস্তফা কামালের ছোট ভাই। তিনি টিআইবি পরিচালিত সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতিও ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মী ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি এক ছেলে ও স্ত্রীসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্র জানা যায়, কৃষি কাজের জন্য তিনি গ্রামের বাড়ীতে অবস্থান করছিলেন। মঙ্গলবার বিকেলে শহরের বাসায় ফিরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। ডক্টর চেম্বার এন্ড ডায়াগনোস্টিক সেন্টার আনা হয়। এখানে আনার পর ৪ বার ইসিজি করালে তিনি মারা গেছেন বলে নিশ্চিত করেন কতৃর্পক্ষ। তার মৃত্যুর সংবাদে এলাকার সর্ব মহলে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, সরকার গোলাম ফারুকের অকাল মৃত্যুতে তার ১ম জানাযা তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নমাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় এমপি ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী, দেশ বরেন্য সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল, সাবেক সচিব আব্দুস সামাদ ফারুক, নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এএইচএম মোস্তফা কামাল, সম্পাদক ওয়াজকরুনীসহ নেতৃবৃন্দ।