কলমাকান্দায় ব্রাকের মানববন্ধন 

এফএনএস (রিনা হায়াত; কলমাকান্দা; নেত্রকোনা) : : | প্রকাশ: ৭ ডিসেম্বর, ২০২৩, ০২:০৩ পিএম

ব্রাক সমাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর আওতায় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন উপলক্ষ্যে মানববন্ধন করা হয়। বোধবার (৬ই ডিসেম্বর) ১২টায় কলমাকান্দা ব্রাক শাখার উদ্যোগে সারাদেশের ন্যায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন উপলক্ষে কলমাকান্দা ব্রাক অফিসের সামনে ব্রাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচী আওতায় এক মানববন্ধন পালন করা হয়েছে। মানববন্ধন শেষে ব্রাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচী আওতায় জেলা পর্যায়ে লিগ্যাল এইড ক্যাম্পের মাধ্যমে দিনব্যাপী ব্রাক কর্মীদের জন্য অনলাইন ভিত্তিক ও সরাসরি আইনি পরামর্শ দেয়া হয়েছে। এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন অফিসার সেলপ চামেলি খাতুন, শাখা ব্যবস্থাপক (দাবী) বাছির উদ্দিন, শাখা ব্যবস্থাপক বিসিইউপি মো: রিপন উদ্দিনসহ কলমাকান্দা ব্রাকের সকল কর্মীবৃন্দ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW