যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব থাকার পরেও বৈধপ্রার্থী, আপিল

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :  : | প্রকাশ: ৭ ডিসেম্বর, ২০২৩, ০৫:১০ পিএম

বরিশাল-৫ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী, সদ্য বিদায়ী সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে যুক্তরাষ্ট্রের নাগরিক বলে দাবি করেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার মার্কার প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমের সমর্থকরা।

এজন্য সাদিক আব্দুল্লাহর প্রার্থীতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আপিল আবেদন করেছেন নৌকার সমর্থক কেবিএস আহমেদ কবীর। স্বতন্ত্র প্রার্থী সাদিক আব্দুল্লাহ বরিশাল সিটি করপোরেশনের নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু তার বিপক্ষে দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হয়েছেন তার (সাদিক) চাচা আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। এরপর দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়েছিলেন সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। কিন্তু দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন সাদিক আব্দুল্লাহ।

আওয়ামী লীগ মনোনীত জাহিদ ফারুক শামীমের সমর্থকরা জানিয়েছেন, সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ যুক্তরাষ্ট্রের নাগরিক ও ভোটার। যুক্তরাষ্ট্রের ভোটার আইডি কার্ডে তার নাম সেরনিয়াবাত এস আব্দুল্লাহ। তিনি নিউইয়র্ক সিটির ভোটার। তার ভোটার আইডি কার্ডের নম্বর ৪১০৯০৪০০৭। এছাড়াও সাদিক আব্দুল্লাহ রিটানিং কর্মকর্তার কাছে দেয়া হলফনামায় সম্পদের তথ্য গোপন করেছেন। তাদের দাবি, সাদিক আব্দুল্লাহর স্ত্রী লিপি আব্দুল্লাহসহ সন্তানরাও যুক্তরাষ্ট্রের নাগরিক। নিউইয়র্ক শহরের কুইন ভিলেজে লিপি আব্দুল্লাহর নামে বাড়ি রয়েছে। এসব তথ্য প্রমাণসহ সাদিক আব্দুল্লাহর প্রার্থীতা বাতিলের জন্য আপিল করা হয়েছে।

আপিলকারী আওয়ামী লীগ নেতা কেবিএস আহমেদ কবীর বলেন, হলফনামায় অসত্য তথ্য দেয়ার পরেও জেলা রিটার্নিং কর্মকর্তা স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন। বিষয়টি তখন তাদের নজরে আনা হলেও সেখানে বিষয়টি আমলে না নেওয়ায় ইসিতে আপিল করা হয়েছে। নির্বাচন কমিশন আপিল শুনানি করে সঠিক রায় দেবেন বলেও তিনি আশা করেন।

সূত্রমতে, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ স্বতন্ত্র প্রার্থী হওয়ায় মহানগর আওয়ামী লীগের সভাপতিসহ বড় একটি অংশ শেখ হাসিনা মনোনীত নৌকার প্রার্থীর বিরুদ্ধে প্রকাশ্যে বিরোধীতায় নেমেছেন। তারা প্রকাশ্যে নির্বাচনী ব্যবস্থা নিয়ে বিতর্কিত মন্তব্যও করেছেন। এনিয়ে সাদিক বিরোধী পক্ষ নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশও করেছে। সার্বিক বিষয়ে স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিফ না করায় কোন বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগে অস্ট্রেলিয়ায় নাগরিকত্ব থাকার কারণে বরিশাল-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া কেন্দ্রীয় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহম্মেদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW