কয়রা উপজেলা ক্রীড়া সংস্থার এক সভা গতকাল ৭ ডিসেম্বর বেলা ১১ টায় কয়রা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জেলা পরিষদের সদস্য জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলুর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব সদর উদ্দিন আহমেদ, সরকারি মহিলা কলেেেজ ভাইস প্রিন্সপাল এইচ,এম নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক শিক্ষক মিহির কান্তি মন্ডল, কোষাধ্যক্ষ মোঃ রিয়াছাদ আলী, সদস্য সাংবাদিক ওবায়দুল কবির সম্রাট, শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, আঃ হালিম, দিপক কুমার মিস্ত্রী, এস এম নুরুল আমিন নাহিন, মেজবাহ উদ্দিন, সাবেক ইউপি সদস্য মাসুদ রানা, সুলতানা মিলি প্রমুখ। সভায় কয়রা সদরে মিনি স্টোডিয়াম নির্মানের বিষয় তদরকি, স্কুল পর্যায় খেলাধুলার আয়োজন করা, নিবন্ধিত ক্লাবগুলোর মাধ্যমে খেলাধুলার আয়োজন করা সহ উপজেলা পর্যায় ভলিবল ও বেডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করার বিষয় আলোচনা অনুষ্ঠিত হয়। কমিটির সদস্যরা সভায় উপস্থিত ছিলেন। পরে কয়রা উপজেলা নবাগত নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ কামলা হোসেনকে ক্রীড়া সংস্থার পক্ষ থেখে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।