‘কেজিএফ’-এর তৃতীয় কিস্তি নিয়ে ভক্তদের মনে ছিল সংশয়। তবে সেই সংশয় দূর করলেন নির্মাতা প্রশান্ত নীল। জানিয়েছেন ‘কেজিএফ থ্রি’-এর স্ক্রিপ্ট প্রস্তুত হয়ে গেছে। ভারতীয় গণমাধ্যম ‘পিংকভিলা’কে দেয়া সাক্ষাৎকারে প্রশান্ত নীল বলেছেন, ‘আমি পরিচালনা করবো কিনা জানি না, তবে ইয়াশ সবসময়েই থাকবেনৃ সিরিয়াস ভাবে বলি এবার, কেজিএফ থ্রি হবে। তবে আমরা এই ব্যাপারে কোনো ঘোষণা দিচ্ছি না এখনই।’ নির্মাতা আরও জানান, ছবির স্ক্রিপ্ট তৈরি হয়ে গেছে ইতোমধ্যেই। ‘কেজিএফ টু’ শেষ হয়েছিল ভারতীয় নৌবাহিনীর রকির স্বর্ণে ভরা জাহাজে বোমা ছুড়ে মারা দিয়ে। তৃতীয় কিস্তিতে দেখা যাবে এর পরের ঘটনা। প্রশান্ত বর্তমানে প্রভাসের ‘সালার’ মুক্তি নিয়ে ব্যস্ত আছেন। ধারণা করা হচ্ছে এটি কেজিএফ ইউনিভার্সের অংশ। ২২ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস