১০ ডিসেম্বর (রবিবার) বিকেল ৩টায় কুড়িগ্রামের প্রেসক্লাব রাজারহাট আয়োজিত প্রেসক্লাব হলরুমে রাজারহাট থানার ওসি আব্দুল্লাহিল জামানের বদলীজনিত বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়। বিশেষ অতিথি ছিলেন রাজারহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি উপাধ্যক্ষ সাজেদুর রহমান মন্ডল (চাঁদ) ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সহ-অধ্যাপক হবিবর রহমান হবি। প্রেসক্লাব রাজারহাটের সভাপতি এস.এ বাবলু'র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন সদ্যবিদায়ী রাজারহাট থানার ওসি আব্দুল্লাহিল জামান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা পরিষদের সদস্য ও প্রেসক্লাব রাজারহাটের কোষাধ্যক্ষ সাংবাদিক মোঃ এনামুল হক, যুগ্ম সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, প্রচার ও প্রকাশনা সম্পাদক তৌহিদুর রহমান ব্যাপারী ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন কুমার রায় প্রমুখ। আলোচনা সভা শেষে প্রেসক্লাবের সভাপতি এস.এ বাবলু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রেসক্লাব রাজারহাটের পক্ষ থেকে বিদায়ী অতিথি রাজারহাট থানার ওসি আব্দুল্লাহিল জামানের হাতে সম্মননা স্মারক ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজারহাট থানার ওসি তদন্ত ওয়হেদ আলীসহ প্রেসক্লাব রাজারহাটের নেতৃবৃন্দ।