চট্টগ্রামের হাটহাজারীর ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত শহীদ মিনারের শুভ উদ্বোধন করেছেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম। এ উপলক্ষে গতকাল শনিবার বিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ ওসমান ফারুক চৌধুরী। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ মোহাম্মদ মঈনুদ্দিন, ডা. মো: মাহবুব উল আলম, ফরহাদাবাদ ইউ পি চেয়ারম্যান শওকত আলম শওকত, প্রধান শিক্ষক মোঃ মাহবুবুল আলম, জেলা পরিষদের সদস্য আলী আবরাহা দুলাল, ইউ পির সাবেক চেয়ারম্যান মোঃ ইদ্রিচ মিয়া তালুকদার শিক্ষানুরাগী অধ্যাপক নাজমুল হুদা মনি, নাজমুল হাসান শিমুল, কামরুল হাসান শেয়ান, মোঃ শাহজাহান তালুকদার, এরশাদুল আলম চৌধুরী, অধ্যাপক মো: জাহাঙ্গীর আলম, রুমা আকতার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী মনু, বীর মুক্তিযোদ্ধা ইসমাঈল হোসেন মুহুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ ফিতা কেটে শহীদ মিনার উদবোধন করেন। এরপর অতিথিরা জাতীয় সংগীত পরিবেশনের পর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।