লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে ৫ দালাল আটক 

এফএনএস (নিজস্ব প্রতিবেদক) :  : | প্রকাশ: ৭ ফেব্রুয়ারী, ২০২৪, ০৪:২৬ পিএম

লক্ষ্মীপুর সদর হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের জিম্মি করে দালাল চক্র। রয়েছে হয়রানির অভিযোগ। চিকিৎসা নিতে আসাও রোগী স্বজনরা জানান, স্বজনা জানান, বিভিন্ন প্রাইভেট হাসপাতালের হয়ে দালালরা রোগীদের সদর হাসপাতাল থেকে ভাগিয়ে নেওয়ার চেষ্টা করছেন বেশ কিছু ধরে। দালালদের এমন উৎপাতের কারণে বুধবার (৭ ফেব্রুয়ারি) হাসপাতাল প্রাঙ্গণ থেকে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) লক্ষ্মীপুর কার্যালয়ের সদস্যরা অভিযান চালিয়ে ৯ জনকে আটক করে। পরে তাদের পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের সোপর্দ করা হয়। এদের মধ্যে ৫ জন দোষী স্বীকার করায় তাদের প্রত্যেকের ১০ দিন করে কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক। তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। দ-প্রাপ্তরা হলেন, ওমর ফারুক, আমিনুল, রহমান আল আজাদ সুজন ও আকরাম হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্যথোয়াইপ্রু মারমা। তিনি বলেন, ৯ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে যাচাই-বাছাই করে ৫ জন দোষী সাবস্ত হয়েছে। তারা নিজেদের দোষ স্বীকার করেছে। তাদের প্রত্যেকের ১০ দিন করে কারাদ- দেওয়া হয়েছে। তিনি আরো জানান, প্রান্তিক জনগণ সদর হাসপাতালে চিকিৎসা সেবা নিতে এসে এদের হাতে বিভিন্ন ভাবে হয়রানির শিকার হতে হয়। যা আইনত অপরাধ। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW