নওগাঁর মান্দায় চেক ডিজঅনারের মামলায় সাজাপ্রাপ্ত আসাম আওয়ামী লীগ নেতা আনিছুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কুসুম্বা ইউনিয়নের চককুসুম্বা গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা আনিছুর রহমান (৪৫) উপজেলার কুসুম্বা ইউনিয়নের চককুসুম্বা গ্রামের মৃত বয়েজ উদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন ধান ব্যবসায়ী ও মান্দা উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক। এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার আনিছুর রহমান চেক ডিজঅনারের একটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে একাধিক মামলা আছে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাঁকে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।