ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের ভূবন আব্দুল্লাহ নগর সংলগ্ন বড়ধলিয়া হযরত শাহ্ সূফী আব্দুল্লাহ শাহ্ (রহ.) এর নবগঠিত মাজার পরিচালনা কমিটির পরামর্শ ও মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ ফ্রেরুয়ারি) রাতে মাজার প্রাঙ্গণে কমিটি নবনির্বাচিত সভাপতি মো: নিয়ামত উল্লাহ নিয়ামের সভাপতিত্বে যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ সেলিমের সঞ্চালনায় এতে কমিটির সিনিয়র সহ-সভাপতি ও পূর্বভাগ ইউপি চেয়ারম্যান মো: আক্তার মিয়া, কমিটির উপদেষ্টা প্রভাষক মাঈনুদ্দিন ভূইয়া শান্তু, কমিটির উপদেষ্টা সাংবাদিক আকতার হোসেন ভূইয়া, কমিটির সহ-সভাপতি সফিকুর রহমান, আলাউদ্দিন, আমিনুর রহমান ইয়ামিন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ভূইয়া বেলাল, যুগ্ম-সাধারণ সম্পাদক মো: দূর্বাজ মিয়া, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আশিকুর রহমান সুমন, সহ-কোষাধ্যক্ষ অলি মেম্বার, আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক এমরানুল বারী মঞ্জু, সহ-সাংগঠনিক সম্পাদক, শাহজাহান চকদার, মুহিবুর রহমান (মুরাদ), আবদুস ছালাম, দপ্তর সম্পাদক মিজানুর রহমান রিপন, সহ-দপ্তর সম্পাদক জুনায়েদ রহমান, আহসান হাবীব (শতদল), রুকন উদ্দিন ও প্রচার সম্পাদক শাহজাহানসহ মাজার কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরামর্শ ও মতবিনিমিয় সভায় শাহ্ সূফী আব্দুল্লাহ শাহ্ (রহ.) মাজার পরিচালনা কমিটির নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এ সময় হযরত শাহ্ সূফী আব্দুল্লাহ শাহ ্(রহ.) এর কমিটির নেতৃবৃন্দসহ আশেকান জাকেরান ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।