ফরিদগঞ্জে সুমাইয়া আক্তার মীম (১৮) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে লাশ উদ্ধারের পর সুরতহাল সম্পন্ন করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরন করে পুলিশ। সুমাইয়া পাইকপাড়া উত্তর ইউনিয়নের বিষুরবন্দ গ্রামের সরদার বাড়ির মনির হোসেনের মেয়ে ও রূপসা আহম্মদিয়া আলিম মাদ্রাসার দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। জানা গেছে, সুমাইয়া আক্তার মীম প্রতিদিনের ন্যায় শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাতে পরিবারের সদস্যদের সাথে খাবার খেয়ে তার শয়ন কক্ষে ঘুমিয়ে পড়ে। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে সে ঘুম থেকে না উঠায় পরিবারের সদস্যরা ডাকাডাকির একপর্যায়ে দেখতে পায় তার শয়ন কক্ষে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে রয়েছে। পরে তাদের শৌর ডাকচিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্তবস্থায় তার মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, সংবাদ পেয়ে সুমাইয়ার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। সুমাইয়ার পিতা মনির হোসেন বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। তবে প্রাথমিক ভাবে মৃত্যুর কারণ জানা যায়নি।