অভয়নগরে সন্ত্রাসীদের হাতে যুবলীগনেতা খুন 

এফএনএস (মল্লিক খলিলুর রহমান; অভয়নগর, যশোর) :  : | প্রকাশ: ১২ ফেব্রুয়ারী, ২০২৪, ০৩:৪১ পিএম

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় সন্ত্রাসীদের হাতে ওযার্ড যুবলীগ নেতা মো. মুরাদ হোসেন (২৭) নিহত হয়েছেন। নিহত মুরাদ হোসেন নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। ঘটনাটি ঘটেছে রোববার (১১ফেব্রুয়ারী) রাত দশটার সময় নিজ বাড়ি তরফদার পাড়ায়। জানা গেছে, নওয়াপাড়া নূরবাগ থেকে যাওয়ার পথে বাড়ির কাছাকাছি এলাকায় পৌঁছালে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুত্ব আহত করে। তার দুই হাতের কব্জি, দুই পায়ের শিরা এবং পেটে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে তিনি গুরুতর অহত অবস্থায় রাস্তার ওপর লুটিয়ে পড়েন। এখবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসীরা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার নীলাদ্রি সুন্দর কুন্ডু তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। রাত এগারটার সময় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেন। নিহত মো. মুরাদ হোসেনের দুটি শিশু সন্তান রয়েছে। তিনি ওয়াপাড়া পৌরসভার তরফদারপাড়া এলাকার সরদারপাড়ার মো. সাহাবুল ইসলামের ছেলে। অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এসএম আকিকুল ইসলাম জানান, খবর পেয়ে ওই রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতর লাশ যশোর ময়না তদন্তের রাখা আছে। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW