মুন্সীগঞ্জের সিরাজদিখানে ‘‘কৃষির উন্নয়নে কৃষকের পাশে’’ স্লোগানে ব্যাংক এশিয়ার সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রমের আওতায় বিনামূল্যে কৃষকদের মাঝে ট্রাক্টর ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। ১২ ফেব্রুয়ারী সোমবার দুপুরে উপজেলার মালখানগর ইউনিয়নের ফেগুনসার গ্রামের বালুর মাঠে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। মুন্সীগঞ্জ জেলার সদর, টঙ্গীবাড়ি, লৌহজং, সিরাজদিখান ও শ্রীনগরসহ ৫টি উপজেলার কৃষক সমিতির মাধ্যমে এসব বিতরণ করা হয়। পাঁচ উপজেলার ৬শত জন কৃষকের মাঝে প্রত্যেককে ৫ হাজার টাকা সমমূল্যের সার কিটনাশক ও কৃষি সামগ্রী দেওয়া হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়া লিঃএর ভাইস চেয়ারম্যান জাকিয়া রউফ চৌধুরী। এ সময় সম্মানিত অতিথি হিসেবে কৃষকদের হাতে ট্রাক্টরের চাবী তুলেদেন মুন্সীগঞ্জ-১ আসনের এমপি মহিউদ্দিন আহম্মেদ। অনুষ্ঠানে সিনজেনটা কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক হেদায়েত উল্লাহর সভাপতিত্বে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়ার পরিচালক আবুল কাশেম, অতিরিক্ত পরিচালক শাফিউজ্জামান, রিলেশনশীপ ম্যানেজার ওয়াদুদ, প্রোডাক্টস হেড মটরস প্রলয় শংকর প্রমুখ।