দিনাজপুরের বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত আলম হোসেন এর পরিবারের মাঝে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার অপরাহ্নে বাংলাদেশ সেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদ ঐ পরিবারে ২৫ কেজি চাল, ৪ কেজি তেল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ৩কেজি লবন বিতরণ করে। ওই খাদ্যদ্রব্য বিতরণের সময় বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদ এর কেন্দ্রীয় কমিটির পরিচালক মোঃ ওমর ফারূক, সভাপতি নুরনবী-নাসিম; যুগ্ম সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি রাকিবুল ইসলাম; সহ সভাপতি আল-আমিন, কাহারোল উপজেলা শাখার সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ফাহাদ ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক শাহেদ ইসলাম, শাখা তত্তবোধায়ক নাঈম মিসকাত সহ আরো অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় দুর্ঘটনায় নিহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ এবং শোকপ্রাপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদ।