রংপুরের বিপুল পরিমান পপি গাছ উদ্ধার  

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) :  : | প্রকাশ: ২০ ফেব্রুয়ারী, ২০২৪, ০৫:৫৮ এএম

রংপুরের প্রত্যান্ত অঞ্চলে সর্বনাশা মাদক আফিম তৈরীর বিপুল পরিমান পপি গাছ উদ্ধার এবং দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রংপুর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। মঙ্গলবার সন্ধাার পরে রংপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলী আসলাম হোসেন। 

তিনি জানান গোপন সংবাদের উপর ভিত্তি করে রংপুরের মিঠাপুকুর উপজেলা বড়বালা ইউনয়নের পশ্চিম বড়বালা ও ছড়ান এই দুই প্রত্যান্ত এলাকায় গোপনে আফিম তৈরীর পপি চাষ করার খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ১ হাজার ১৫টি পপি গাছ ফলসহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত পপি চাষি ও মাদক ব্যবসায়ী আবদুল ওয়াহেদ ও নুর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। 

মাদক অধিদপ্তর রংপুরের অতিরিক্ত পরিচালক আরো জানান মুলত পপি গাছ চাষ করার পর এক ধরনের ফল উৎপন্ন হয় সেটা দিয়েই আফিম তৈরী করা হয় সেই সাথে আবার আফিম দিয়ে সর্বনাশা হেরোইন উৎপাদন হয়। এই সর্বনাশা মাদক সারা বিশে^ নিষিদ্ধ। তিনি বলেন গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW