মসজিদে বিয়ে পড়ানোর ইসলামি বিধান

এফএনএস ধর্ম: প্রশ্ন : : | প্রকাশ: ২২ ফেব্রুয়ারী, ২০২৪, ০৬:৫৮ এএম

একটি বিয়েতে বেশ কয়েকজন আলেম উপস্থিত ছিলেন। একজন বললেন, মসজিদে বিয়ে পড়ানো সুন্নত। আমাদের উচিত- বিয়েবাড়ি থেকে উঠে মসজিদে গিয়ে বিয়ে পড়ানো। অপর এক আলেম বলেন, মসজিদে বিয়ে পড়ানো সুন্নত, তবে তা নামাজের অনুগামী হিসেবে। অর্থাৎ সবাই যখন নামাজ পড়তে আসবেন তখন নামাজের পর বিয়ে পড়ানো সুন্নত। শুধু বিয়ে পড়ানোর উদ্দেশ্যে মসজিদে যাওয়া জায়েজ নয়। পরবর্তী সময়ে অবশ্য মসজিদেই বিয়ে পড়ানো হয়েছে। জানার বিষয় হলো, শুধু বিয়ের জন্য মসজিদে যাওয়া জায়েজ আছে কি? 
উত্তর : মসজিদে বিবাহের আকদ করার উপদেশ হাদিস শরিফে এসেছে। সাহাবায়ে কেরাম থেকেও এর ওপর আমল বর্ণিত আছে। তাই মসজিদে আকদ করা মোস্তাহাব। কোথাও নামাজের অনুগামী হওয়া শর্ত করা হয়নি। তাই এ শর্তটি ঠিক নয়। বরং শুধু বিয়ের উদ্দেশ্যেও মসজিদে যাওয়া জায়েজ। তবে মসজিদের আদবের প্রতি খেয়াল রাখা সর্বাবস্থায় জরুরি। -ইলাউস সুনান : ১১/৫

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW