বিদ্যুতের দাম বাড়লে জনজীবনে নেতিবাচক প্রভাব পড়বে

এফএনএস: : | প্রকাশ: ২৪ ফেব্রুয়ারী, ২০২৪, ০১:৩৭ এএম

বর্তমানে সাধারণ মানুষের দৈনন্দিন চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে। নতুন করে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়লে জনজীবনে নেতিবাচক প্রভাব পড়বে। এমনিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। নতুন করে বিদ্যুতের দাম আবার বাড়ানো হলে প্রতিটি পণ্যের দাম বাড়বে। তখন সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যায় আরও বেড়ে যাবে। স্বল্প আয়ের মানুষের পরিবার নিয়ে জীবন অতিবাহিত করা আরও কঠিন হয়ে পড়বে। এমনিতেই মানুষের আয়ের চেয়ে ব্যয় বেশি। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেভাবে বাড়ছে মানুষের আয় সেভাবে বাড়ছেনা। তাই বিদ্যুতের দাম বাড়লে খাবারের দাম বাড়বে, অন্যান্য দৈনন্দিন খরচ বৃদ্ধি পাবে। মানুষকে অতিরিক্ত অর্থ খরচ করতে হবে। এর প্রভাব পড়বে অর্থনীতিতেও। গণমাধ্যম থেকে জানতে পেরেছি রমজানের আগেই (মার্চ মাসে) বিদ্যুতের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। এবার দুই দফায় বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা করছে। এর মধ্যে রমজানের আগেই প্রথম দফা এবং ঈদের পর দ্বিতীয় দফা। পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের দামও বাড়বে। এ দফায় ৫ শতাংশ বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। আগামী সপ্তাহে এ বিষয়ে প্রজ্ঞাপন হতে পারে। বিদ্যুৎ খাতে ভর্তুকি কমাতে নতুন করে দাম বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে আভাস দিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। গত মঙ্গলবার ২০ ফেব্রুয়ারি সচিবালয়ে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেছেন, শিগগিরই বাড়তে পারে গ্যাস ও বিদ্যুতের দাম। তিনি বলেছেন, সবচেয়ে বেশি সমস্যা হয়ে গেছে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হওয়ায়। আগে ডলার ৭৮ টাকায় পাওয়া যেত, এখন প্রায় ১২০ টাকার মতো হয়ে গেছে। প্রতি ডলারে প্রায় ৪০ টাকার মতো বেশি খরচ হচ্ছে। এতে বিশাল ঘাটতি তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম অপরিবর্তিত থাকলেও ডলারের মূল্যবৃদ্ধির কারণে দাম সমন্বয় জরুরি হয়ে পড়েছে। এদিকে বিদ্যুৎ বিভাগ সূত্রে জানাগেছে, বিদ্যুৎ খাতে ভর্তুকি কমাতে নতুন করে দাম বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই তৎপরতা আরো আগেই শুরু হয়; কিন্তু মাঝে নির্বাচন থাকায় তা থেমে ছিল। বাংলাদেশে গত ১৪ বছরে বিদ্যুতের দাম বেড়েছে ৯ বার। এ সময় বিদ্যুতের দাম গ্রাহক পর্যায়ে বেড়েছে ৯০ শতাংশ এবং পাইকারি পর্যায়ে বেড়েছে ১১৮ শতাংশ। সর্বশেষ গত বছরের ১২ জানুয়ারি সরকারের এক নির্বাহী আদেশে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্যবৃদ্ধির ঘোষণা দেয়া হয়। যদি বিদ্যুতের দাম বাড়ে মানুষের মধ্যে বৈষম্য সৃষ্টি হবে। সব পর্যায়ের এর প্রভাব পড়বে। বিদ্যুৎ যেহেতু আমাদের জীবনযাত্রার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, সে হিসেবে নিকট অতীতে দেখা গেছে, বিদ্যুতের সামান্য মূল্যবৃদ্ধি জনজীবনকে বিষিয়ে তোলে। কারণ বিদ্যুতের দাম বাড়লে সব ধরনের পণ্যের দামই বেড়ে যায়। উৎপাদন প্রক্রিয়ায় বিদ্যুৎ সরাসরি ভূমিকা রাখে। যে কারণে বিদ্যুতের দাম বাড়ানো হলে তার প্রভাব সর্বত্র পড়ে। বর্তমানে সাধারণ মানুষ মৃল্যস্ফীতির চাপে পিষ্ট। তাই সরকারের উচিত বিদ্যুতের দাম না বাড়িয়ে ভর্তুকি দেয়া। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW