‘এলাকার উন্নয়ন আমরা ঐক্যবদ্ধভাবে করব’ 

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) :  : | প্রকাশ: ২৪ ফেব্রুয়ারী, ২০২৪, ০৫:৩০ পিএম

পিরোজপুরের কাউখালী উপজেলার চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের নিলতি সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের দুই দিনব্যাপী বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে শুক্রবার রাতে বিদ্যালয় প্রাঙ্গণে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর ২ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাইনুল হোসাইন বাবলু জমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবদুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন। অনুষ্ঠানে প্রধান অতিথি মহিউদ্দিন মহারাজ বলেন, খেলাধুলার বিকাশ ঘটাতে মাদকমুক্ত সমাজ গড়তে হবে। এলাকার উন্নয়ন আমরা ঐক্যবদ্ধভাবে করব। অন্যকে সম্মান দিলে নিজে সম্মান পাওয়া যায়। কাউকে সম্মান দিলে নিজে কখনো ছোট হয় না বরং বড় হয়। অনুষ্ঠানের আকর্ষণীয় দিক ছিল বিভিন্ন শিল্পীর পরিবেশনায় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW