লবণ পানি উত্তোলন বন্ধে স্লুইসগেট তালাবদ্ধ

এফএনএস (মহানন্দ অধিকারী মিন্টু; পাইকগাছা, খুলনা) :  : | প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী, ২০২৪, ০৪:২৪ এএম

খুলনার পাইকগাছা পৌর ও ইউনিয়নে আংশিক লবণ পানি উত্তোলন বন্ধে এলাকা বাসির অভিযোগের ভিত্তিতে পাউবো বয়রা স্লুইসগে তালাবদ্ধ করে দিয়েছে। এলাকার ধান্যচাষী সহ অন্যান্য চাষীদের মধ্যে সস্তির নিঃশ্বাস পড়েছে। প্রাপ্ত তথ্যে ও সরজমিনে যানা যায় উপজেলার পানি উন্নয়ন বোর্ডের ১৬ নং পোল্ডারের পাইকগাছার পৌরসভার ও গদাইপুর ইউনিয়নের আংশিক বয়রা স্লুইসগেট দিয়ে পানি সরবরাহ করে থাকে। এর একটি অংশ উপজেলার গোপালপুর, বান্দিকাটী ও ঘোষাল গ্রামে যার একঅংশে ইরি বোরো ধান আবাদ করা হয়। কিন্তু বয়রা ফুলতলা মৌজায় কিছু লোক লবণ পানি তুলে মাছ চাষ করে থাকেন। তারা স্লুইসগেটের খালে নামমাত্র দুই তিন জায়গায় বাদ দিয়ে লবণ পানি উত্তোলন করে থাকে। যে কারণে বাঁধ উচ্ছে ও ভেঙ্গে লবণ পানি ঢুকে ইরি বোরো ধান নষ্ট হয় এ ছাড়া বৃষ্টি এলেই বাঁধের কারণে ইরি আবাদ ও বিভিন্ন ঘর বাড়ি তলিয়ে যায়। এ বিষয় নিয়ে এলাকাবাসীর পক্ষ থেকে জনৈক আবদুস সবুর গাজী পানি উন্নয়ন বোর্ড সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন। এ ছাড়া পাইকগাছা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. অজিত কুমার মন্ডল পানি উন্নয়ন বোর্ড সহ স্থানীয় প্রশাসন এর নামে লবণ পানি বদ্ধের আইনি নোটিশ প্রদান করেন। এইসব অভিযোগের ভিত্তিতে পানি উন্নয়ন বোর্ড পাইকগাছা উপ বিভাগীয় প্রকৌশলী উপ-সহকারী কর্মকর্তা শাহজালাল রোববার সকালে তার অধীনস্থ লোকদের বয়রার স্লুইসগেটটি, গেট অপরাটার সাংবাদিকদের নিয়ে তালাবদ্ধ করে দেয়। এ সংবাদ এলাকায় পৌঁছালে ধান্যচাষী সহ অন্যান্য চাষীদের মধ্যে সস্তির নিঃশ্বাস পড়েছে। ধান্যচাষী এনায়েত আলী, নুর আলী, আবদুল গাজী, মিঠু সরদার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিনন্দন জানান। পাউবো উপ সহকারী কর্মকর্তা শাহাজালাল জানান, এলাকাবাসীর অভিযোগ এর ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে স্লুইসগেট দিয়ে যাতে লবণ পানি উঠতে না পারে সে জন্য বয়রার স্লুইসগেটটি তালাবদ্ধ করে দেওয়া হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW