রংপুরের পীরগাছায় সরকারি নীতিমালা অনুযায়ী এসএসসি (ভকেশনাল) কেন্দ্র পরিবর্তন করে সরকারি জেএন স্কুলে দেওয়াকে কেন্দ্র করে একটি স্বার্থান্বের্ষী মহল উঠেপড়ে লেগেছে বলে অভিযোগ করছেন কেন্দ্র সচিব নজরুল ইসলাম। একের পর এক কল্পকাহিনী সাজিয়ে চলতি এসএসসি পরীক্ষাকে প্রশ্নবিদ্ধ করতে ওই মহলটি বেশ তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগে জানা যায়। এ নিয়ে সুষ্ঠু তদন্ত করে অপতৎপরাতাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন শিক্ষক, পরীক্ষার্থীসহ সচেতন অভিভাবকগণ। অভিযোগে বলা হয়েছে, পীরগাছা বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি (ভকেশনাল) পরীক্ষা কেন্দ্র পরিবর্তন করে বোর্ড কর্তৃপক্ষ সরকারি নীতিমালা অনুযায়ী পীরগাছা জ্ঞানেন্দ্র নারায়ন জেএন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে হস্তান্তর করেন। কেন্দ্র পরিবর্তনের পর গত ৯ম শ্রেণির বোর্ড পরীক্ষা এবং চলতি এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয়ে আসছে। প্রশাসনিক কঠোরতা এবং স্বচ্ছতায় পরীক্ষা অনুষ্ঠিত হলেও একটি পক্ষ কেন্দ্র ও প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করতে উঠেপড়ে লাগে। ওই মহলটি চলতি এসএসসি পরীক্ষা চলাকালে অনৈতিক সুবিধা নিতে না পেরে একের পর এক অপপ্রচার এবং নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পরীক্ষা কেন্দ্র ও সংশ্লিষ্ট কর্মকর্তাদর ভাবমূর্ত্তি ক্ষুন্ন করতে নানা বিষেদগার করতে থাকেন। কেন্দ্রের সহকারি সচিব হাফিজার রহমান বলেন, পরীক্ষা চলাকালে কোন অনিয়ম মেনে নেওয়া হচ্ছে না। শতভাগ স্বচ্ছতায় পরীক্ষা চলছে। কক্ষ পরিদর্শকরাও কঠোরতার মাধ্যমে দায়িত্ব পালন করছেন। পরীক্ষার্থীদের বিভ্রান্ত করতে এবং তাদের মনোবল নষ্ট করতে একটি পক্ষ কাজ করছে। এসএসসি (ভকেশনাল) পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কায়সার আলী বলেন, কিছু লোক আছে, যারা ভালোকে ভালো চোঁখে দেখেন না। তারাই অপপ্রচার ও বদনাম ছড়িয়ে থাকেন। এ কেন্দ্রে কোন অনিয়ম পরিলক্ষিত হয়নি। এ ব্যাপারে কেন্দ্র সচিব নজরুল ইসলাম বলেন, না জেনে শুনে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার করা মোটেও ঠিক নয়। কেন্দ্র পরিবর্তনের কারণে একটি পক্ষ এ কাজ করছেন। আমি বিষয়টি সঠিক ভাবে তদন্ত করে অপপ্রচারকারী এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।