আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্ট শুরু হয়েছে গতকাল বুধবার। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচটি হওয়ার কথা ছিল আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে। কিন্তু শেষ মুহূর্তে পাল্টে গেছে ভেন্যু। এখন ম্যাচটি হচ্ছে টলারেনস ওভালে। আবুধাবি স্কুল স্পোর্টস চ্যাম্পিয়নশিপের কারণে ভেন্যু বদল করতে বাধ্য হয়েছে আয়োজকরা। এই প্রতিযোগিতায় এক হাজার দলের প্রায় ২৫ হাজার অ্যাথলেট অংশ নিচ্ছে। জায়েদ ক্রিকেট স্টেডিয়ামের তুলনায় টলারেনস ওভাল আকারে ছোট এবং দর্শক ধারণক্ষমতাও কম। টলারেনস ওভালের দর্শক ধারণক্ষমতা ১২ হাজার আর জায়েদ স্টেডিয়ামের ২০ হাজার। ভেন্যু বদল সম্পর্কে আবুধাবি ক্রিকেট ও স্পোর্ট হাবের প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যাট বাউচার বলেন,এটা মূল পরিকল্পনায় ছিল না। কিন্তু আবুধাবির শিক্ষা বিভাগ ঐতিহ্যবাহী আবুধাবি স্কুল প্রতিযোগিতা ১ থেকে ৩ মার্চ জায়েদ স্টেডিয়ামে করার সিদ্ধান্ত নেয়। আমরা দ্রুততার সঙ্গে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলাপ করে ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নিই। আফগানিস্তান ক্রিকেট বোর্ড, আমিরাত ক্রিকেট বোর্ড ও আইসিসিকে আমরা ধন্যবাদ জানাই মানিয়ে নেওয়ার জন্য। ২০১৮ সালে টেস্ট মর্যাদা পেয়েছে আফগানিস্তান ও আয়ারল্যান্ড। এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে এখনো জয়ের দেখা পায়নি আইরিশরা। আফগানরা অবশ্য জয়ের স্বাদ পেয়েছে। প্রথম দিনেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে আফগানিস্তান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩৭ রান তুলতে হারিয়েছে ৭ উইকেট।