মারা গেছেন আমেরিকান অভিনেতা

এফএনএস বিনোদন: : | প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী, ২০২৪, ০৪:৫১ এএম

মারা গেছেন আমেরিকান অভিনেতা বাডি ডিউরেস। তিনি রবার্ট প্যাটিনসনের সঙ্গে গুড টাইম’ সিনেমায় অভিনয় করেছিলেন। তার বয়স হয়েছিল মাত্র ৩৮। জানা গেছে গত বছরের নভেম্বরে মারা গেছেন অভিনেতা। তবে তার মৃত্যুর খবরটি এতদিন প্রকাশ্যে আনা হয়নি। মঙ্গলবার অভিনেতার ভাই ক্রিস্টোফার স্টাথিস আন্তর্জাতিক গণমাধ্যম পিপল’-এ খবরটি জানিয়েছেন। অভিনেতার ভাই জানিয়েছেন, ড্রাগ ককটেল সেবন করে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মৃত্যু ঘটেছে বাডি ডিউরেসের গুড টাইম’ ছাড়াও সাফডি ব্রাদার্সের ছবি’হ্যাভেন নোউজ হোয়াট-এ ড্রাগ ডিলার মাইক-এর চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন বাডি ডিউরেস্ত। এছাড়াও বেশ কিছু ফিচার ও শর্ট ফিল্মে অভিনয় করেছেন ডিউরেস। তার মাঝে এইটিসিক্সডি, দ্য মাউন্টেইন, দ্য গ্রেট ডার্কেন্ড ডেইজ এবং ফ্লিঞ্চ অন্যতম। সূত্র: ভ্যারাইটি

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW