টাঙ্গাইলে পৌরসভার উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

এফএনএস (বিভাস কৃষ্ণ চৌধুরী; টাঙ্গাইল) :   : | প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী, ২০২৪, ০৬:০০ এএম

টাঙ্গাইল পৌর মেয়রের উদ্যোগে মেইন রোড, ক্যাপসুল মার্কেট, শহীদ জগলু রোড, খালপার রোডসহ সুপার মার্কেটের  সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

(২৮ ফেব্রুয়ারী) দুপুরে পৌর সভার উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাাইমিনুল ইসলাম ও পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর। এ ব্যাপারে পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর বলেন, রাস্তার পাশে দোকান না বসার কারনে পথচারী ও যানবাহন চলাচলে অসুবিধার জন্য দোকান মালিকদের নোটিশ দেয়া হয়েছিলো। একই সাথে মাইকিংও করা হয়েছিলো। 

কিন্তু তারা সেটি তোয়াক্কা না করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছিলো। তাই সাধারণ মানুষের সুবিধার্থে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদসহ সতর্ক করে দেওয়া হচ্ছে, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW