ফাইনালে জিততে হবে, চ্যাম্পিয়ন হলে একই সঙ্গে প্রতিশোধও নেওয়া হয়ে যাবে। আবাহনীর এমন পরিকল্পনা ভেস্তে গেছে। ক্লাব কাপ হকির ফাইনালে আবারও মেরিনার ইয়াংস ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। আবারও সেই আবাহনীকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি জয় করেছে। ঘরের ট্রফি ঘরেই রেখে দিয়েছে। গত শনিবার সন্ধ্যায় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ক্লাব কাপ হকির ফাইনালে মেরিনার ২-০ গোলে আবাহনীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ২০২১ সালে শেষ বার ক্লাব হকির ফাইনালেও আবাহনী মেরিনার মুখোমুখি হয়েছিল। সেবারও আবাহনী ২-০ গোলে হেরেছিল। গত শনিবারের ফাইনালে ভারতীয় খেলোয়াড় দ্বিপক রায় এবং অধিনায়ক ফজলে হোসেন রাব্বি গোল করেন। ফাইনালে প্রথম কোয়ার্টারে আবাহনী মেরিনার ভালো খেললেও সুযোগ কাজে লাগতে পারেনি। দ্বিতীয় কোয়ার্টারের চতুর্থ মিনিটে মেরিনার্সের ভারতীয় খেলোয়াড় দীপক মালিকের দারুণ এক ফিল্ড গোলে এগিয়ে যায় মেরিনার্স, ১-০। দ্বিতীয় কোয়ার্টারে আবাহনী পেনাল্টি কর্নার পেলেও মেরিনার সেটি মানতে রাজি না। এ নিয়ে কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। ফেডারেশন সাধারণ সম্পাদক মোমিনুল হক সাঈদ মাঠে নেমে দুই দলের সঙ্গে কথা বলেন, আম্পায়ারদের সঙ্গেও কথা বলেন। ভিডিও রেফারেল ছিল এবার। সেটি ব্যবহার করে দেখা যায় আবাহনী পেনাল্টি কর্নার পেয়েছে। তারপরও মেরিনার্স প্রতিবাদ করে এবং একটা সময় মেনে নিলেও আবাহনী গোল করতে পারেনি। আশরাফুল ইসলাম, রেজাউল করিম বাবু, রোমান সরকার, ফরহাদ আহমেদ শিতুল, মেহেদি হাসান, বিপ্লব খুজুরসহ জাতীয় দলের ১০ জন খেলোয়াড় থাকার পরও আবাহনী গোল করতে পারেনি। আবাহনী গোটা ছয় পেনাল্টি কর্নার পেয়েও ব্যর্থ হয়। অথচ মেরিনার্স দুটি পেনাল্টি কর্নার থেকে একটি স্ট্রোক আদায় করে গোল করে। ৪৫ মিনিটে পাওয়া সেই পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে দলের ব্যবধান বাড়িয়ে নেন মেরিনার্সের অধিনায়ক ফজলে হোসেন রাব্বি, ২-০। ম্যাচের চতুর্থ ও শেষ কোয়ার্টারেও পেনাল্টি কর্নার পায় আবাহনী। সেখান থেকে গোল করলে ম্যাচের গতিপথ বদলে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু আশরাফুল, সুনিলরা সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। শেষ পর্যন্ত ২-০ গোল ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়ে আবাহনী। ফাইনালের সেরা খেলোয়াড় হন মেরিনারের অধিনায়ক ফজলে হোসেন রাব্বী এবং টুর্নামেন্ট সেরা হন আবাহনীর আশরাফুল ইসলাম, তিনি ৩ গোল করেছেন। পুরস্কার বিতরণ করেছেন ফেডারেশন সভাপতি এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান।